জুয়েল মাজহারের স্বনির্বাচিত ৫ কবিতা

দিওয়ানা জিকির আমারে পড়বো মনে, জানি তুমি, ডাকবা আমায়খাড়া-সোজা-উপ্তা হয়া দিওয়ানা জিকিরে অবিরাম; বাঁশের ঝিংলা দিয়া, জালিবেত-সুন্ধিবেত দিয়াকানমলা দিয়া মোরে আর কতো করবা প্রহার।আমি এর প্রতিশোধ নিব ঠিক। খাল-বিল-নদীনালা বাইদপার হয়া চলে যাব একশো ক্রোশ দূরে একদিন।যেন, কনফুসিয়াসের স্বপ্নে বিভোর কোনো চীনাসারাদিন একা একা খালেবিলে কিস্তি ভাসায় ২ডাকবা আমারে তুমি লুকায়া লুকায়া একদিন!যেন এক...