‘সার্বিয়া : শুভ্র শহরের দেশে’ বর্ণিল স্বাদের ভ্রমণ গদ্য

‘বহু দিন ধরে বহু ক্রোশ দূরে/বহু ব্যয় করি বহু দেশ ঘুরে/দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া/ঘর হতে শুধু দুই পা ফেলিয়া/একটি ধানের শিষের উপরে/একটি শিশিরবিন্দু।’কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় এটা স্পষ্ট যে, বহু ক্রোশ দূরের দেশে ঘোরাঘুরি একটি ব্যয়বহুল ব্যাপার। এজন্য বিপুল অংকের না হলেও মোটামুটি অর্থকড়ি থাকা আবশ্যক। আধুনিক সময়ে দেশের বাইরে যেতে ভিসা, পাসপোর্ট,...