বইমেলায় ফারাহ জাবিন শাম্মীর বই ‘করোনাপঞ্জি’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ফারাহ জাবিন শাম্মীর বই ‘করোনাপঞ্জি’ । গতকাল সোমবার বিকেলে বইমেলায় বইটির মোড়ক উন্মোচন করেন দৈনিক আজকের পত্রিকার সম্পাদক, সাবেক প্রধান তথ্য কমিশনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. গোলাম রহমান। বইটির মুখবন্ধও লিখেছে ড. গোলাম রহমান।মোড়ক উন্মোচনকালে ড. মো. গোলাম রহমান বলেন, করোনাকালীন সারাবিশ্বের ভয়াবহ যে সংকট...